শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, বিরাট কোহলি। (Photo Credits: Getty Images)

বেঙ্গালুরু, ২৩ সেপ্টেম্বর: বেঙ্গালুরুতে বিভ্রাট। গতকাল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ঘটল এক অবাক কাণ্ড। রবিবার কুইন্টন ডি কক-দের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ৯ ওভারের মধ্যেই রোহিত শর্মা (৯), শিখর ধাওয়ান (৩৬), বিরাট কোহলি (৯) আউট হয়ে ফিরে যান। এরই মাঝে ধরা পড়ে অদ্ভুত এক ঘটনা। শামসির বলে আউট হয়ে ধাওয়ান ফিরে যাওয়ার পর দেখা যায় ডাগ আউট থেকে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার-দুজনেই একসঙ্গে ক্রিজের দিকে হাঁটতে শুরু করেছেন। ক্রিজে তখন দাঁড়িয়ে অধিনায়ক বিরাট কোহলি। পন্থ, আইয়ার দুজনেই আসছেন থেকে অবাক হয়ে যান কোহলি।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কোহলি বললেন, ''একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমিও শুরুতে চমকে গিয়েছিলাম। ভাবছিলাম আমরা এবার একসঙ্গে তিনজনে খেলব নাকি।'' কিন্তু কেন এই ভুল বোঝাবুঝি? ভারত অধিনায়ক বললেন, ''ব্যাটিং কোচ পন্থ, আইয়ার দুজনের সঙ্গেই কথা বলেছিল। কে কোন পরিস্থিতিতে নামবে সেটা বলে দেওয়া হয়েছিল। সেখানেই ভুল বোঝাবুঝিটা হয়ে থাকতে পরারে।''আরও পড়ুন-নভেম্বর পর্যন্ত বিশ্রাম বাড়ালেন এমএস ধোনি, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলছেন না মাহি

কোহলি জানান, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্য়াটিং অর্ডার ঠিক করা হয়েছিল। ১০ ওভারের আগে হলে চারে শ্রেয়স আইয়ারের নামার কথা ছিল, আর ১০ ওভারের পরে হলে ঋষভ পন্থ নামার কথা ছিল।'' তবে শেষ অবধি ৭.৪ ওভারে ক্রিজে চার নম্বরে শেষ পর্যন্ত ব্যাট করতে নামেন পন্থ। ১৯ বলে পন্থ করেন ২০ রান। পাঁচ নম্বরে নেমে আইয়ার করেন মাত্র ৫ রান। বেঙ্গালুরুতে ভারতের ব্যাটিং একেবারেই খারাপ হয়। ২০ ওভারের ম্যাচে ভারত করে মাত্র ১৩৪ রান। সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ায় চার নম্বর পজিশন নিয়ে টানাটানিটা বেশ কয়েক মাস ধরে চলেছে। পন্থ আর আইয়ারের একসঙ্গে চারে নেমে পড়ার ঘটনা যেন প্রতীকী হয়ে থাকল।