ঋষভ পন্থ, এমএস ধোনি। (Photo Credits: Getty Images)

মুম্বই, ২২ সেপ্টেম্বর: ক্রিকেট থেকে বিশ্রামের মেয়াদ বাড়ালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। জুলাইয়ে বিশ্বকাপের (ICC World Cup 2019) সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারের পর থেকে বাইশ গজের খেলা থেকে বিশ্রাম নিয়েছেন ধোনি। সেনাবাহিনীর হয়ে ডিউটি করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজেও খেলছেন না মাহি। এবার আরও দু মাস, মানে নভেম্বর পর্যন্ত ধোনিকে ক্রিকেট খেলতে দেখা যাবে না। সংবাদমাধ্যমে প্রকাশ, বাংলাদেশের বিরুদ্ধে ৩ নভেম্বর থেকে শুরু টি টোয়েন্ট সিরিজে খেলবেন না ধোনি। আরও পড়ুন-India Vs South Africa: আজ সন্ধ্যায় টি টোয়েন্টি ম্যাচ, বেঙ্গালুরুতে এখন আবহাওয়া কেমন জানুন

বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে না মাহিকে। এখন যা পরিস্থিতি তাতে হয়তো ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ধোনিকে খেলতে দেখা যেতে পারে। ততক্ষণে অবশ্য পরিস্থিতি বদলে যেতে পারে। কারণ পন্থ দারণ কিছু করে দিলে সীমিত ওভারের দল নির্বাচনে ধোনিকে নিয়ে নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন সেটা দেখার। ক দিন আগেই বিরাট কোহলির এক টুইটের পর জোর জল্পনা হয়েছিল ৩৮ বছরের ধোনি অবসর নিচ্ছেন। তবে সেসব নিছকই সোশ্যাল মিডিয়ার গুজব ছিল।

দেশের হয়ে ধোনির ক্রিকেট কেরিয়ার নিয়ে বিশেষজ্ঞমহল দ্বিধাবিভক্ত। একদল বলছেন, সামনের দিকে তাকিয়ে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের সুযোগ দেওয়া উচিত। আরেক দল বলছেন, ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলে ধোনি অবসর নেবেন এমন কথাও শোনা যাচ্ছে। ক দিন আগে ধোনির অবসর নিয়ে বলতে গিয়ে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর বলেছিলেন, ওর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ধোনির মনে কী আছে সেটা একমাত্র ওই বলতে পারবে। তবে ধোনির বয়স ৩৮ হল, এখন মনে হয় ভারতীয় ক্রিকেটের সামনে তাকানোর সময় এসেছে।''