India Vs South Africa: আজ সন্ধ্যায় টি টোয়েন্টি ম্যাচ, বেঙ্গালুরুতে এখন আবহাওয়া কেমন জানুন
বেঙ্গালুরুতে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচ। (Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর:  Bengaluru Weather Updates: আজ, রবিবার ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) টি টোয়েন্টি সিরিজের (T20 Series) তৃতীয় তথা শেষ ম্যাচ। বেঙ্গালুরুতে হতে চলা এই ম্যাচেই টি টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। তারপর চণ্ডীগড়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। তাই আজ, রবিবার বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা জিততে না পারলে সিরিজ জিতবেন কোহলিরা।

এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? তার দিকেই তাকিয়ে সবাই। কারণ আজ বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনিতে কর্নাটকে চলতি বর্ষায় বেশ বৃষ্টি হয়েছে। কর্নাটকের বানভাসী ছবিও দেখেছে দেশ। ধরমশালায় প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আবহাওয়া নিয়ে উৎসাহ আরও বেড়েছে। বেঙ্গালুরু থেকে খবর মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  আয়োজকরা তৈরি আছেন। আরও পড়ুন-আগামী মাসে রাজ্যের তিন বিধানসভায় উপনির্বাচন, গুরুত্বপূর্ণ এই ভোট নিয়ে জানুন পাঁচ তথ্য

এদিকে, আজ টিম ইন্ডিয়ায় প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং অর্ডারে রদবদল হতে পারে। শোনা যাচ্ছে ঋষভ পন্থ নন, দায়িত্বের সঙ্গে ব্যাট করা শ্রেয়স আইয়ারকে চার নম্বরে ব্যাট করতে পারেন।

চণ্ডীগড়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া সব বিভাগেই ভাল খেলে। প্রথমে প্রোটিয়াদের ১৪৯ রান বেঁধে রেখে, এক ওভার হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। বিরাট কোহলি ৫২ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন। রোহিত শর্মা (১২), ঋষভ পন্থ (৪) রান পাননি। শেষের দিকে ১৪ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ভারতের তরুণ বোলিংলাইনআপও ভাল বল করে। পেসার দীপক চাহার দু উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন। নবদীপ সাইনিও ভাল বল করেন। তরুণ অনভিজ্ঞ বোলিং নিয়ে আজও বাজিমাত করতে চান বিরাট কোহলি।