Virat Kohli (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ২ মার্চ: ভারতীয় ক্রিকেটার হিসেবে এই প্রথম। ইনস্টাগ্রামে কোহলির (Virat Kohli) ফলোয়ার সংখ্যা ছাড়াল ১০০ মিলিয়ন। সোশ্যাল মিডিয়া একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, মেসি, হলিউডের অভিনেতা দিওয়ানে জনসন, আমেরিকার গায়ক বিয়ন্সে, আরিয়ানা গ্রান্ডেও রয়েছেন ১০০ মিলিয়নের এই ক্লাবে। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘আত্মনির্ভর হতে দেশবাসী কি এবার নিজের রক্ত বিক্রি করবে?’ টুইটারে মোদিকে আক্রমণ মিমির 

ইনস্টাগ্রামে ক্রীড়াব্যক্তি হিসেবে কোহলি চতুর্থতম অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। এই তালিকায় শীর্ষে রয়েছেন রোনাল্ডো, তাঁর ফলোয়ার সংখ্যা ২৬৫ মিলিয়ন। বার্সোলোনার অধিনায়ক মেসি এবং ব্রাজিলের নেইমার রয়েছেন যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে, মেসির ফলোয়ার সংখ্যা ১৮৬ মিলিয়ন, নেইমারের ফলোয়ার সংখ্যা ১৪৭ মিলিয়ন।

ইনস্টাগ্রাম ছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং টুইটারেও কোহলির জনপ্রিয়তা তুঙ্গে। টুইটার ৪০.৮ মিলিয়ন ফলোয়ার এবং ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৩৬ মিলিয়ন।