লকডাউন...আনলক! করোনাভাইরাস, সবমিলিয়ে দীর্ঘদিন ঘরেই বন্দি বিরাট কোহলি। বাইশ গজে নেমে ব্যাটিংয়ের কায়দায় ভক্তদের মনে ঝড় তুলতে না পারলেও ফ্যান ফলোয়ারদের নিরাশ করেন না বিরাট (Virat Kohli)। কিছুদিন আগেই ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে করেছিলেন ১০০০-তম ইনস্টাগ্রাম পোস্ট। এছাড়াও লকডাউনের কোয়ারেন্টাইন কাহিনীও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন বিরাট-অনুষ্কা (Anushka Sharma)। আর তাতেই ইনস্টাগ্রামে বাড়ছে ফলোয়ারের পারদ। ইনস্টাগ্রামে কোহলির ফ্যান ফলোয়ারের সংখ্যা ছাপিয়ে গেছে ৭ কোটি।
লকডাউনে সমস্যা তো বাড়ছেই দিনকে দিন। তবে অনেক পরিবারই লকডাউনের জেরে সময় দিতে পারছেন পরিবারকে। কাজের ব্যস্ততায় যে ঘাটতি তৈরি হয়েছিল। সেটা অনেকটাই ঘুচছে দিনকে দিন। ঠিক তেমনই এক পরিবারের উদাহরণ- অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। লকডাউনে ঘরের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। কিছুদিন আগেই দোকান-পাট বন্ধের জেরে স্ত্রী অনুষ্কার জন্মদিনে নিজে হাতে কেক বানিয়েছিলেন বিরাট, একটি ভিডিও সাক্ষাতে সেকথা জানান বিরাট কোহলি। কেকের সেই ছবি অনুষ্কাকে খাওয়ানোর ছবিও পোস্ট করেছিলেন বিরাট। লিখেছিলেন, "আমি এর আগে কখনও কেক বানায়নি। অনুষ্কার জন্মদিনে জীবনে প্রথমবার কেক বানালাম। আর অনুষ্কার সেটা ভীষণ পছন্দও হয়েছে।"
এছাড়াও কখনও ওয়ার্ক আউটের ভিডিও কিংবা স্বামী-স্ত্রী মিলে মজাদার ভিডিও বানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ভক্তদের মন জয় করেছেন বিরাট খুব সহজেই। কোয়ারেন্টাইনে ক্রিকেটপ্রেমী কিংবা পারফেক্ট হাজবেন্ডের তালিকায় নিজের জায়গা আরও কয়েকধাপ বাড়িয়ে নেটদুনিয়া দখল করেছেন বিরাট কোহলি। নেটদুনিয়া দখল করেছেন বিরাট বলাই যায় কারণ, ইনস্টাগ্রামে কোহলির ফ্যান ফলোয়ারের সংখ্যা ছাপিয়ে গেছে ৭ কোটি। ইনস্টায় খেলোয়াড়দের জনপ্রিয়তার তালিকায় জুনিয়র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানা রোনাল্ডোর পরেই জায়গা দখল করেছে দিল্লি ঘরের ছেলে বিরাট কোহলি।