Vamika: স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে ব্রেকফাস্ট, ছবি শেয়ার করলে বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপের আগে একেবারে ফুরফুরে মেজাজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার টুইটারে তিনি একটি ছবি শেয়ার করেছে। সেই ছবিতে বিরাটকে স্ত্রী আনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং মেয়ে ভামিকার (Vamika) সঙ্গে দুবাইয়ে ব্রেকফাস্ট করতে দেখা যাচ্ছে। ভামিকার একাধিক ছবি সোশাল মিডিয়ায় থাকলেও কোনও ছবিতেই তার মুখ দেখা যায়নি। এই ছবিতেও তার মুখ দেখা যাচ্ছে না।

আজকের ছবিতে দেখা যাচ্ছে, ধুসর রঙের গেঞ্জি, কালো হাফ প্যান্ট পরে রয়েছেন কোহলি। অন্যদিকে অনুষ্কা পরেছেন জিন্স এবং কমলা হলুদ ডোরা কাটা জামা। ভামিকাকে এক টেবিলে বসানোর জন্য উঁচু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কোহলি এবং অনুষ্কাকে হাসতে দেখা যাচ্ছে। লাল হৃদয়ের ইমোজি দিয়ে ছবির ক্যাপশন দিয়েছেন কোহলি।

বিরাট কোহলির টুইট:

টি-২০ বিশ্বকাপের জন্য ভারত অধিনায়ক সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। আজ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় তথা শেষ ওয়ার্ম আপ ম্যাচে নামছেন বিরাটরা। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছিলেন কোহলিরা।