মায়াঙ্ক আগারওয়ালের (Mayank Agarwak) সঙ্গে একটি চ্যাট শো'তে ভার্চুয়াল সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই ক্রিকেটারের সেই আলাপচারিতা ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডলে প্রকাশ করে বিসিসিআই। সেখানে কোহলি নিজেই তাঁর এই গোপন গুণের কথা জানান। সেখানে জানিয়েছেন, করোনা মহামারীর কারণে ঘরবন্দি তাঁরা। এই সময়ে স্ত্রী অনুষ্কার জন্মদিনে কেক বানিয়ে চমকে দিয়েছিলেন তিনি। বিরাটের তৈরি কেক খেয়ে আপ্লুত হয়ে যান অনুষ্কা (Anushka Sharma) তাও জানান তিনি। এই প্রথম কেক বানানোর জন্য অনেক মাথা খাটিয়ে শেষ পর্যন্ত ঊত্তীর্ণ হন, নিজেই জানান কোহলি।
সাক্ষাৎকারে মায়াঙ্ক তাঁর কাছে জানতে চেয়েছিলেন, "লকডাউনে থাকার সময়ে তোমার অভিজ্ঞতায় সেরা ঘটনা কোনটা?’’ কোহলি জবাব দেন, ‘‘অনুষ্কার জন্মদিনে জীবনে প্রথম বার কেক বানিয়েছিলাম। লকডাউন পর্বে এটাই আমার সেরা ঘটনা। কারণ এর আগে কখনও কেক বানাইনি।’’ আরও বলেন,‘‘কেক তৈরির এই ইনিংসে প্রথম বারে ভাল ফলও পেয়েছি। কারণ, অনুষ্কা বলেছিল, কেকটা ওর ভালো লেগেছে।" আরও পড়ুন, ঠাকুর্দা প্রয়াত, জর্জিয়াতে আটকে পড়া অসহায় নাতিকে দেশে ফেরাতে তৎপর গরিবের মসীহা সোনু সুদ
From baking for his special someone in the lockdown to revealing the best smoothie makers in the team, @imVkohli answers it all on #OpenNetsWithMayank.
Part 2 of the show coming up soon on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned 😊😊@mayankcricket pic.twitter.com/IuvdfOST0Y
— BCCI (@BCCI) July 26, 2020
উল্লেখ্য, গত এপ্রিল মাসে দেশব্যাপী লকডাউনের সময়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনকে ইনস্টাগ্রাম চ্যাটে কোহলি জানিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে কোয়ারেন্টাইনে দারুণ সময় কাটছে তাঁর। পিটারসেনকে আরও বলেছিলেন, ‘‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। আমরা স্বামী-স্ত্রী একে অপরকে সময় দিচ্ছি। পরিস্থিতি জটিল হওয়ার আগেই আমরা ফার্মহাউজে চলে গিয়েছিলাম। আমরা ভাগ্যবান। সাধারণ মানুষের দুর্দশা তো দেখা যাচ্ছে না।’’