Virat Kohli-Rohit Sharma Return Delayed (Photo Credit: X@CrickitbyHT)

টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, গোটা বিশ্ব আবারও ভারতীয় জার্সিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখার জন্য অপেক্ষা করছে। মনে করা হচ্ছিল যে, আগস্টে বাংলাদেশ সফরের মাধ্যমে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, যেখানে টিম ইন্ডিয়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে।কিন্তু সেই সিরিজ় হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।তবে, এই প্রত্যাবর্তন বর্তমানে সন্দেহের মধ্যে রয়েছে কারণ বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এপ্রিল মাসে সূচি প্রকাশ করলেও  ভারত বাংলাদেশে খেলতে যাবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তাঁরা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। আমিনুল বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ইতিবাচক কথা হয়েছে। কিন্তু ওরা ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে। এমন নয় যে, অগস্ট-সেপ্টেম্বরেই সিরিজ় করাতে হবে। আমরা আলোচনা করছি যাতে সিরিজ়টা হয়। যদি সেই সময় না হয় তা হলে অন্য কোনও সময় সেই সিরিজ় খেলা যেতে পারে।”

উল্লেখ্য বাংলাদেশে পালাবদলের পর থেকে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। তখনই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না তারা। অর্থাৎ, সে দেশে দল পাঠানো হবে না। পালাবদলের পরেও মাঝেমাঝেই অশান্তি হচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভারতের সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম। ফলে সিরিজ়ের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।