কটক: ক্রিকেট ম্যাচ (Cricket match) খেলার সময় ভুল সিদ্ধান্ত (Wrong Decision) দেওয়ার অভিযোগ উঠেছিল আম্পায়ারের (Umpire) বিরুদ্ধে। এর জেরে তাঁকে ছুরি (Knife) দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কটক (Cuttack) জেলার মানহিসালান্দা গ্রামে (Manhisalanda)। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করলেও এখনও অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার কটক জেলার মানহিসালান্দা গ্রামে একটি ক্রিকেট প্রতিযোগিতার (cricket tournament) আয়োজন করা হয়েছিল। সেখানে একটি ম্যাচ খেলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর মাঝেই আচমকা দালিজোডা ব্রম্ভপুর (Dalijoda Brahmapur) গ্রামের এক যুবক সামুতিরঞ্জন রাউত ওরফে মুনা আটমকা রেগে গিয়ে কেউ কিছু বোঝার আগেই আম্পায়ারের উপর ছুরি নিয়ে চড়াও হয়। তারপর ছুরি দিয়ে মানহিসালান্দা গ্রামের বাসিন্দা ওই আম্পায়ার লাকি রাউতকে বেশ কয়েকবার আঘাত করে।
চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখা স্থানীয় মানুষদের একাংশ ওই যুবককে বাধা দিয়ে লাকি রাউতকে উদ্ধার করে কটকের এসসিবি মেডিকাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। যদিও সেখানে যাওয়ার পর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Rajasthan: বসুন্ধরা রাজে বিরোধী শিবিরকেই শক্তি দিলেন শাহ-নাড্ডার, বিরোধী দলনেতা রাজেন্দ্র সিং রাঠোর