Glenn Maxwell (Photo Credit: PBKS/ X)

PBKS vs MI, IPL 2025: পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল ২০২৫ (IPL 2025) এর ফিক্সচার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হতে পারে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কঠোর সুরক্ষার মধ্যে ধর্মশালা বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে উভয় দলের ট্র্যাভেলে বেশ সমস্যা এসেছে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লক্ষ্য করে ভারতের 'অপারেশন সিন্দুর' নামে পরিচিত সামরিক অভিযানের পর উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সুতরাং, এমআই (MI) এবং পিবিকেএস (PBKS) দুই দলের রবিবার, ১১ই মের খেলার আগের ট্র্যাভেল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। Sachin Tendulkar on Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর, পোস্ট করে বাড়ালেন আত্মবিশ্বাস

সরানো হতে পারে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

এখন ম্যাচের ভেন্যু ধর্মশালা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংবা মুম্বইয়ের অন্য স্টেডিয়ামে সরিয়ে আনা নিয়ে আলোচনা চলছে। এর আগে ৮ মের মধ্যে ধর্মশালায় পৌঁছানোর কথা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। যদি ভেন্যু না পাল্টায় তাহলে ধর্মশালা এবং চণ্ডীগড় বিমানবন্দর উভয়ই বন্ধ থাকায় মুম্বইকে দিল্লি উড়ে যেতে হতে পারে এরপর সড়কপথে তারা সেখানে যেতে পারে। যদিও এই নিয়ে এখনও কোনও আপডেট আসেনি। তবে আগামিকাল। ৮ মে এত বাধা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী চলবে। কারণ, স্থানীয় বিমানবন্দর বন্ধ হওয়ার আগেই দিল্লি ধর্মশালায় পৌঁছে যায়। এরপর তাদের হয়তো ১১ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য ধর্মশালা থেকে নয়াদিল্লি সড়কপথেই ফিরবে। এখানে উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা সত্ত্বেও, বিসিসিআই নিশ্চিত করেছে আইপিএল ২০২৫ সূচি অনুযায়ী হবে।