Team India Home Cricket Schedule 2024-25: সম্প্রতি বিসিসিআই পুরুষ দলের জন্য ২০২৫-২৬ হোম মরসুমের ফিকশ্চার ঘোষণা করেছে। আগামী ২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ভারতের সফর, এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ভারত এর আগে ২০ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবে। তারপরে তারা এশিয়া কাপে অংশ নেবে। এবারের এই ইভেন্ট টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হবে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হল, গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজিত হবে। চলতি বছরের ২২ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে অসমের এই আইকনিক ভেন্যুতে। Team India Tour Australia 2025: অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া, জানুন ক্রীড়াসূচি
এছাড়া আহমেদাবাদ, কলকাতা, নয়াদিল্লি বাকি টেস্ট ম্যাচ আয়োজন করবে। রাঁচি, ধর্মশালা, কটক, নিউ চণ্ডীগড় এবং ভাইজাগে আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ। এছাড়া ভারত অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কয়েকদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ১৯ অক্টোবর থেকে ওয়ানডে ও ২৯ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করে। তবে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় 'বি' টিম পাঠাতে পারে ভারত। এখানে উল্লেখ্য, হোম সিজনে কোনও দিন-রাত্রির টেস্ট বা পিঙ্ক বল টেস্ট খেলা হবে না। চারটি টেস্টই ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।
টিম ইন্ডিয়া হোম সিরিজের ক্রিকেট সূচি ২০২৪-২৫
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর
প্রথম টেস্ট- ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর, আহমেদাবাদ
দ্বিতীয় টেস্ট- ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর, কলকাতা
দক্ষিণ আফ্রিকার ভারত সফর
প্রথম টেস্ট- ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর, নয়াদিল্লি
দ্বিতীয় টেস্ট- ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর, গুয়াহাটি
প্রথম ওয়ানডে – ৩০ নভেম্বর, রাঁচি
দ্বিতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, রায়পুর
তৃতীয় ওয়ানডে – ৬ ডিসেম্বর, ভাইজাগ
প্রথম টি-টোয়েন্টি – ৯ ডিসেম্বর, কটক
দ্বিতীয় টি-টোয়েন্টি – ১১ ডিসেম্বর, চণ্ডীগড়
তৃতীয় টি-টোয়েন্টি – ১৪ ডিসেম্বর, ধর্মশালা
চতুর্থ টি-টোয়েন্টি – ১৭ ডিসেম্বর, লখনউ
পঞ্চম টি-টোয়েন্টি – ১৯ ডিসেম্বর, আহমেদাবাদ