Rishabh Pant Recovering From Covid-19: কোভিড মুক্ত ঋষভ পন্থ, নিভৃতবাস থেকে দলে ফিরলেন
ঋষভ পন্থ (Photo Credits: BCCI)

লন্ডন, ২২ জুলাই: করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)৷ বাধ্যতামূলক নিভৃতবাসের সময়সীমা কাটিয়েই তিনি দলে ফিরেছেন৷ গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷ সেকারণে টিম ইন্ডিয়ার সঙ্গে ডারহামে যেতে পারেননি তিনি৷ এবার কোভিড মুক্ত হয়ে আইসোলেশন পিরিয়ড কাটিয়ে টিম ইন্ডিয়ার বায়ো বাবলে যোগ দিলেন তরুণ উইকেট কিপার৷ আগামী ৪ আগস্ট থেকে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল৷ সেই সময় উইকেটের পিছনে থাকবেন ঋষভ পন্থ তবে ঋষভ সুস্থ হয়ে উঠলেও ঋদ্ধিমান সাহা সহ দলের আরও তিন সদস্য এখনও ১০ দিনের আইসোলেশনে রয়েছেন। লন্ডনে তাঁরা টিম হোটেলে নিজেদের নির্দিষ্ট রুমে রয়েছেন। আরও পড়ুন-Pakistani Reporter Interviews Buffalo: লাহোর কেমন লাগছে? মহিষকে প্রশ্ন পাকিস্তানি সাংবাদিকের

উল্লেখ্য, করোনা আবহে ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় দলের সদস্যদের উইম্বলডন ও ইউরো দেখতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল৷ যদিও সেই নিষেধাজ্ঞা না মেনে ঋষভ-সহ বেশ কয়েকজন ক্রিকেটার ইউরো কাপের ফাইনাল দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির ছিলেন৷ ঋষভের টুইটারে ফুটবল গ্যালারির ছবিসহ পোস্টও রয়েছে। দেখা যাচ্ছে ছবিতে মাস্ক পরা নেই ঋষভের। ৩০ জুন এই ছবি পোস্ট করেন ঋষভ। এরপর কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলতেই ঋষভের সমালোচনায় মুখর হন নেটিজেনরা৷ তবে পন্থের পাশে দাঁড়িয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি৷

এদিকে ঋষভ সুস্থ হয়ে উঠলেও ঋদ্ধিমান সাহা সহ দলের আরও তিন সদস্য এখনও ১০ দিনের আইসোলেশনে রয়েছেন। লন্ডনে তাঁরা টিম হোটেলে নিজেদের নির্দিষ্ট রুমে রয়েছেন। গোটা ভারতীয় দল এখন সতর্ক রয়েছে৷ সবারই কোভিড টেস্ট করানো হয়েছে৷