BPL 2025 Winner Fortune Barishal (Photo Credit: @mushfiqurfc/ X)

BPL Final 2025: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চট্টগ্রাম কিংসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি ধরে রেখেছে ফরচুন বরিশাল। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে রান তাড়া করতে নেমে বরিশাল মাত্র তিন বল বাকি থাকতেই জয় তুলে নেয় এবং টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। চট্টগ্রাম কিংসের দাপুটে ব্যাটিং প্রথমে একটু হিমশিম খায় ফরচুন বরিশাল। পারভেজ হোসেন ইমন অপরাজিত ৭৮ ও খোয়াজা নাফাই ৬৬ রান করেন। তাদের প্রচেষ্টায় চট্টগ্রাম কেবল ৩ উইকেটে ১৯৪ রান করেন। বরিশালের হয়ে মোহাম্মদ আলী ২১ রানে ১ উইকেট নিয়ে সবচেয়ে ভালো বোলিং করেন। এরপর তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রানের সঙ্গে কাইল মেয়ার্সের ৪৬ রানের ইনিংস বরিশালকে ভালো শুরু দেয়। তবে চট্টগ্রামের শোরিফুল ইসলাম ৩৪ রানে ৪ উইকেট নিয়ে দলকে খেলায় ফিরিয়ে আনেন। ফলে বরিশালের শেষ দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল। Bangladesh Champions Trophy Squad: শান্তর অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের; দলে কেন নেই সাকিব, তামিম, লিটন

খেলা যখন রোমাঞ্চকর, তখন শেষ ওভারে হুসাইন তালাতের বলে নির্ণায়ক ছক্কা হাঁকান রিশাদ হোসেন। গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পরও বরিশাল এগিয়ে যায়, শেষ পর্যন্ত ওয়াইড ডেলিভারিতে তাদের ভাগ্য নির্ধারিত হয়, যার ফলে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে দল।

ফরচুন বরিশালের জয়ের মুহূর্ত

বিপিএল ২০২৫ পুরস্কার বিজয়ী তালিকা

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স)

ম্যান অব দ্য ম্যাচ (ফাইনাল): তামিম ইকবাল (ফরচুন বরিশাল)

টুর্নামেন্টের সেরা ফিল্ডার: মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল) - ১৪ ডিসমিসাল

টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়: তানজিদ হাসান (ঢাকা ক্যাপিটাল)

বিপিএল ২০২৫-এ সর্বোচ্চ রান সংগ্রাহক: মোহাম্মদ নাঈম (খুলনা টাইগার্স) - ৫১১ রান

বিপিএল ২০২৫-এ সর্বোচ্চ উইকেট শিকারি: তাসকিন আহমেদ (দরবার রাজশাহী) - ২৫ উইকেট