আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাছাইপর্ব ১৮ জুন থেকে জিম্বাবয়ে শুরু হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল এখন সুপার সিক্স পর্বে। সুপার সিক্স-এ গ্রুপ পর্বে বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের সবগুলো পয়েন্টই সুপার সিক্স পর্বে নিয়ে যাওয়া হবে। ২৯ জুন থেকে শুরু হচ্ছে সুপার-সিক্স পর্ব শেষ হবে ৭ জুলাই এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালিস্ট দুই দল ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সুপার সিক্সে 'এ' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, জিম্বাবয়ে। 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান। Super Six, ICC CWC Qualifiers 2023: নেদারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে শীর্ষে শ্রীলঙ্কা, সপ্তম স্থানের লড়াইয়ে জায়গা আয়ারল্যান্ডের
আজ সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। ২০২৩ মূল বিশ্বকাপে জায়গা করার জন্য ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ জয় অত্যন্ত জরুরি। কারণ শ্রীলঙ্কার বিশ্বকাপ যেতে আর একটি জয়ের প্রয়োজন। জিম্বাবয়ের দুর্দান্ত ফর্ম ওয়েস্ট ইন্ডিজের আশাভঙ্গের কারণ হতে পারে।
#WestIndies have an opportunity to right some wrongs & take a step towards qualification.
But a spirited #Scotland stand in their way.
Who's winning this clash?
Tune-in to #SCOvWI at the #CWCQ
Today | 12:30 PM onwards | Star Sports 1, Star Sports 1 HD & Disney+ Hotstar pic.twitter.com/OW1FpwarSs— Star Sports (@StarSportsIndia) July 1, 2023
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।