আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাছাইপর্ব ১৮ জুন থেকে জিম্বাবয়ে শুরু হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল এখন সুপার সিক্স পর্বে। সুপার সিক্স-এ গ্রুপ পর্বে বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের সবগুলো পয়েন্টই সুপার সিক্স পর্বে নিয়ে যাওয়া হবে। ২৯ জুন থেকে শুরু হচ্ছে সুপার-সিক্স পর্ব শেষ হবে ৭ জুলাই এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালিস্ট দুই দল ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সুপার সিক্সে 'এ' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, জিম্বাবয়ে। 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান। আজ সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে আয়োজক জিম্বাবয়ের মুখোমুখি হবে ওমান। জিম্বাবয়ে সব ম্যাচ জিতে গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে অন্যদিকে, ওমান ২ টি ম্যাচ জিতে এবং ২ টি হেরেছে। ICC CWC Qualifiers 2023: শ্রীলঙ্কা, জিম্বাবয়ে, ওয়েস্ট ইন্ডিজ কোন দুই দল যোগ দিতে পারে বিশ্বকাপে? জানুন সব দলের সম্ভাবনা
Group stage done & dusted.
Six of the best teams have made it through to the Super Sixes.
First up, unbeaten #Zimbabwe face #Oman.
Will the visitors halt the hosts' juggernaut?
Tune-in to #ZIMvOMA at the #CWCQ
Today | 12:30 PM onwards | Star Sports Network & Disney+ Hotstar pic.twitter.com/T4zqjWvcaA
— Star Sports (@StarSportsIndia) June 29, 2023
কখন থেকে শুরু হবে জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
জিম্বাবয়ে বনাম ওমান, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।