আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাছাইপর্ব ১৮ জুন থেকে জিম্বাবয়ে শুরু হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল এখন সুপার সিক্স পর্বে। সুপার সিক্স-এ গ্রুপ পর্বে বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের সবগুলো পয়েন্টই সুপার সিক্স পর্বে নিয়ে যাওয়া হবে। ২৯ জুন থেকে শুরু হচ্ছে সুপার-সিক্স পর্ব শেষ হবে ৭ জুলাই এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালিস্ট দুই দল ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সুপার সিক্সে 'এ' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, জিম্বাবয়ে। 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ওমান। ZIM vs OMA, Super Six ICC CWC Qualifiers 2023: বিশ্বকাপের দোরগোড়ায় জিম্বাবয়ে, ওমানকে হারিয়ে সুপার সিক্সের শীর্ষে জায়গা
আজ সুপার সিক্স পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেদারল্যান্ড। শ্রীলঙ্কা সব ম্যাচ জিতে গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে অন্যদিকে, নেদারল্যান্ড ৩ টি ম্যাচ জিতেছে এবং ১ টি ম্যাচ হেরেছে। আজ সপ্তম স্থানের জন্য মুখোমুখি হবে আমেরিকা বনাম আয়ারল্যান্ড।
Fresh off a phenomenal run chase & a record-breaking super over win, #Netherlands begin their Super Six surge against undefeated #SriLanka.
Who'll ace this mega clash?
Tune-in to #NEDvSL at the #CWCQ
Today | 12:30 PM onwards | Star Sports 1, Star Sports 1 HD & Disney+ Hotstar pic.twitter.com/FBSCDf7nJe
— Star Sports (@StarSportsIndia) June 30, 2023
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বে শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ড, সুপার সিক্স, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।