জিম্বাবয়ের বিপক্ষে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গত আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে চোটের কারণে ছিটকে যাওয়া স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ থেকেও ছিটকে যান। আসন্ন অ্যাসাইনমেন্টের জন্য তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হয়েছে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন চরিথ আসালানকা (Charith Asalanka)। ওয়ানডেতে কুশল মেন্ডিস (Kusal Mendi) দলকে নেতৃত্ব দেবেন, সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন আসলাঙ্কা। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবয়েকে স্বাগত জানাবে শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সব টি-টোয়েন্টি ম্যাচও। Sri Lanka Cricket: জানুয়ারিতে জিম্বাবয়ে সিরিজের সূচি
Sri Lanka Cricket announced the preliminary squads for the Zimbabwe Tour of Sri Lanka 2024.
ODIs
Captain - Kusal Mendis
Vice Captain - Charith Asalanka
T20Is
Captain - Wanindu Hasaranga
Vice Captain - Charith Asalanka
READ: https://t.co/jFysJEoAKH#SLvZIM
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 30, 2023
ওয়ানডের প্রাথমিক দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), চরিত আসলঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসানকা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুওয়ানিদু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিক করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিক্শানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামীরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, অসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকারা।
টি-টোয়েন্টির প্রাথমিক দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চরিত আসলঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসানাকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিক্শানা, কুশল জেনিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, আকিলা ধনঞ্জয়, জেফরি ভ্যান্ডারসে, চামিক করুণারত্নে, দুষ্মন্ত চামীরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, প্রমোদ মধুশান, মাথিশা পথিরানা।