আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দাসুন শানাকার (Dasun Shanaka) স্থলাভিষিক্ত হবেন হাসারাঙ্গা। গত আগস্ট থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। চলতি বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। Sports Pavilion-এর খবর অনুযায়ী, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে এবং টেস্টের নেতৃত্ব দেওয়া হবে দিমুথ করুনারত্নেকে (Dimuth Karunaratne)। রিপোর্টে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির নেতৃত্বে উপল থারাঙ্গা (Upal Tharanga) আগামী সপ্তাহে বৈঠক করবেন এবং জিম্বাবয়ে সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল বাছাই করার সময় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হাসারাঙ্গা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটির প্রধান পদে উপুল থারাঙ্গা; জানুয়ারিতে জিম্বাবয়ে সিরিজ
দেখুন পোস্ট
🚨 REPORTS 🚨
Wanindu Hasaranga will lead Sri Lanka in T20Is. 🇱🇰#WaninduHasaranga #SriLanka #Cricket #Sportskeeda pic.twitter.com/hJP1pcqiPM
— Sportskeeda (@Sportskeeda) December 29, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)