Dasun Shanka Likely to Step Down as ODI Captain (Photo Credit: @AkhilaSene97/ X)

আসন্ন ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে যেতে পারেন শ্রীলঙ্কার সাদা বলের অধিনায়ক দাসুন শানাকা। সদ্যসমাপ্ত এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে শ্রীলঙ্কার করুন পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। আসলে শানাকার নেতৃত্বাধীন দলটি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে শোচনীয়ভাবে হেরেছে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় শিরোপার লড়াইয়ে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় আয়োজকরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.১ ওভারে ১০ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রেভ স্পোর্টসের খবর অনুযায়ী, দাসুন শানাকা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিস। Asia Cup 2025: টি-২০ ফরম্যাটে আয়োজিত হবে আগামী এশিয়া কাপ, জানুন কারণ

অভিজ্ঞদের অবসরের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাসুন শানাকা। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। তার আমলে শ্রীলঙ্কা টানা ১৩টি ওয়ানডে জয় পায়, যার মধ্যে ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বও ছিল। তবে ৩২ বছর বয়সি এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে বেশ খারাপ সময় পার করছেন। ২০২৩ এশিয়া কাপে ছয় ইনিংসে মাত্র ৫৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান যেখানে গড় মাত্র ১০.৮০ এবং স্ট্রাইক রেটও কম, মাত্র ৬৫.৮৫। ২০২২ সাল থেকে ৩৩ ম্যাচে ১৯.৫৬ গড়ে ৪৮৯ রান করেছেন তিনি।