Sri Lanka Beat India Photo Credit: X

ভারতের শ্রীলঙ্কা সফরের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টিম ইন্ডিয়াকে ৩২ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।রোমহর্ষক প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ হয়।দ্বিতীয় ম্যাচে নামার আগে তাই দুই দলেরই লক্ষ্য ছিল ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা। তবে খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৪০ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে ওপেনার আবিষ্কা ফার্নান্দো এবং কামিন্দু মেন্ডিস ৪০-৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।লক্ষ্য তাড়া করতে গিয়ে পুরো ভারতীয় দল মাত্র ৪২.১ ওভারে ২০৮ রান করে অলআউট হয়ে যায়।টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়ক রোহিত শর্মার ৬৪ রানের ইনিংস ছাড়া আর কেউই সেভাবে সফল হননি।বিরাট কোহলি (১৪) এবং শ্রেয়স আইয়ার (৭) সেভাবে ব্যাট করতে পারেননি। শিবম দুবে এবং কেএল রাহুলও তাদের খাতাও খুলতে পারেননি। মাত্র ৫০ রান যোগ করতেই ছয় উইকেট হারায় ভারত। সপ্তম উইকেটে ওয়াশিংটন সুন্দরের (১৫) সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল (৪৪)। অক্ষর ৩৪ তম ওভারে প্যাভিলিয়নে ফিরে যান, তারপরে কেউ শক্ত হয়ে দাঁড়াতে পারেনি।  শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি বন্দরসে দুর্দান্ত বোলিং করেছেন। ১০ ওভারের স্পেলে ৩৩ রানে ছয় উইকেট নেন তিনি।

 

বুধবার দুপুর আড়াইটা থেকে টিম ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।