আগামী ২ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে নবনিযুক্ত নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ভারতের সিনিয়র ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ESPNCricinfo'-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, নেদারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুইটি একদিবসীয় ম্যাচের সিরিজের জন্য মার্করাম দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য একদিনের বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডের বিপক্ষে একদিবসীয় দুটি ম্যাচই জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। এরপর আশা করতে হবে, মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিবসীয় সিরিজে অন্তত একটিতে হারতে হবে আয়ারল্যান্ডকে। KKR Squad & Schedule, IPL 2023: জেনে নিন কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচি, দল এবং সম্ভাব্য একাদশ
আইপিএল ২০২৩-এ সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে মার্করামের অনুপস্থিতিতে ভুবনেশ্বরই হবেন অধিনায়ক। ২০১৩ সালে সানরাইজার্সের সূচনালগ্ন থেকেই ভুবনেশ্বর সানরাইজার্সের হয়ে খেলছেন। ২০১৯ সালের আইপিএলে ৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। আর ২০২২ সালের আইপিএলে একবার অধিনায়কত্ব করেছেন ভুবনেশ্বর। সাতবারের মধ্যে দু'বার জিতেছে সানরাইজার্স।
রিপোর্টে আরও বলা হয়েছে, মার্করাম ছাড়াও মার্কো জ্যানসেন ও হেনরিক ক্লাসেনকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সানরাইজার্সের দলে রয়েছে মাত্র পাঁচজন বিদেশি খেলোয়াড়কে - হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, আদিল রশিদ, ফজলহক ফারুকি ও আকিল হোসেইন। ২০২২ সালের আইপিএলে অষ্টম স্থানে শেষ করার পর কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার হয় এবং মার্করামকে হায়দরাবাদের অধিনায়ক করা হয়। ২৮ বছর বয়সী মার্করামকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে এবং চলতি বছরের শুরুতে সানরাইজার্স ইস্টার্ন কেপকে উদ্বোধনী এসএ২০ শিরোপা এনে দিয়েছেন।