আসন্ন আইপিএলে অধিনায়ক শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় শিরোপা জিততে হবে। কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও পিঠের চোট সারিয়ে উঠতে না পারায় অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নীতীশ রানাকে। কাগজে-কলমে কেকেআরের দলে অন্য আইপিএল দলের মতো খুব বেশী তারকা ক্রিকেটার নেয় যে কারণে বাকীদের তুলনায় দুর্বল দল বলে মনে হতে পারে। তবে দলে বিশেষ কিছু খেলোয়াড় রয়েছে যাদের উপর আশা করা যায় যে তারা যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। আইপিএলের কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতের এটাই প্রথম মরসুম এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত রেকর্ডের পর এই লিগে তাঁর কৌশলের দিকেই সবার নজর থাকবে।
গত মরসুমে ধারাবাহিক ক্রিকেট খেলতে না পেরে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে শেষ করেছিল। কেকেআর এই মরসুমে দলে বেশ কিছু উল্লেখযোগ্য সংযোজন ঘটিয়েছে, দলে এসেছেন দিল্লি ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুর এবং কিউই তারকা বোলার লকি ফার্গুসন। সাকিব আল হাসানও ফিরছেন কেকেআর শিবিরে সঙ্গে যোগ হয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।
দেখুন কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ দল
শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিং, নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, সুযশ শর্মা, ডেভিড ওয়েইস, কুলবন্ত খেজরোলিয়া, মনদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান
Here’s Kolkata Knight Riders’ squad for IPL 2023 🟣🏏
Who will be their 🌟 performer this season? 🤔#KKR #IPL2023 #CricketTwitter pic.twitter.com/OHAtnjIeZ9
— Sportskeeda (@Sportskeeda) March 28, 2023
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত দলে যোগ দিতে পারবেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। অধিনায়ক শ্রেয়স আইয়ার আগেই বাইরে, সবরকম অবস্থা বুঝে দলের সম্ভাব্য একাদশ হতে পারে এইরূপ,
সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), শার্দূল ঠাকুর, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
*লিটন দাসকে গুরবাজের জায়গায় আরও ভাল বিকল্প ওপেনার হিসেবে যোগ দিতে পারেন।
মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর এবং নিজেদের শহর কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ।
দেখুন কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচি
Here is Kolkata Knight Riders’ schedule for IPL 2023 🗓️
Which game are you looking forward to the most? 🤔🟣#KKR #IPL2023 #CricketTwitter pic.twitter.com/F4Xu1Is7F0
— Sportskeeda (@Sportskeeda) March 28, 2023