India Vs South Africa: রোহিত শর্মার দ্বিতীয় ইনিংসে লম্বা ছক্কা, গড়লেন নয়া রেকর্ড
রোহিত শর্মা (Photo Credits: Getty Images)

বিশাখাপত্তনম, ৫ অক্টোবর: প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ রান। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা এখনও ৭১-এ নট আউট। তাঁর এই পারফরম্যান্সে একের পর এক রেকর্ড ভেঙে আবার শিরোনামে উঠে এলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ডেন পিয়েডকে লম্বা ছয় মেরে ১৯৯৪ সালে নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। ঘরের মাটিতে টেস্টে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার শিরোপা এখন শুধুমাত্র রোহিতের ঝুলিতে ।

টেস্টে ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৯টি, ওয়ানডেতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬, টি২০-তে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন তিনি। আরও পড়ুন, ব্যাট হাতে ২১ রান করার পর দারুণ ক্য়াচ লুফে প্রত্য়াবর্তনে নজর কাড়লেন ঋদ্ধিমান সাহা

প্রথম ইনিংসে ভারত রান তোলে ৭ উইকেটে ৫০২। ময়াঙ্খ আগরওয়াল ২১৫ এবং রোহিত শর্মার ১৭৬ রানের অনবদ্য ইনিংসে রানের করে ভারত। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে কাবু সাউথ আফ্রিকা। গতকাল ৫ টি উইকেট নিয়েছিলেন তিনি। আজ, তৃতীয় দিন ম্যাচ শুরুর ঘণ্টা খানেকের মধ্যে ২টি উইকেট নিয়ে মন জয় করলেন আপামর ভারতবাসীর। প্রথম ইনিংসে ৪৩১ রান করেছে সাউথ আফ্রিকা। ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা থেকে ৭১ রানে পিছিয়ে রইল তাঁরা।

আজ বিশাখাপত্তনমের পিচে মহম্মদ শামিদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন সাউথ আফ্রিকার ডিন এলগর ও কুইনটন ডি কক। অশ্বিন এবং জাডেজার তীব্র বোলিংয়ে কোনোমতে মাঠে টিকে রইলেন তাঁরা। দলকে এগিয়ে দিতে ডি এলগর করলেন ১৬০ রান। আর ডি-কক সঙ্গ দিলেন ১১১ রান করে। এছাড়াও অধিনায়ক ডুপ্লেসিসের ৫৫ রান দলকে কিছুটা এগিয়ে নিয়ে যায়।

রবীন্দ্র জাডেজা বাঁ-হাতি লেগ স্পিনার হিসাবে দ্রুততম ২০০ উইকেট পেয়ে নজির গড়লেন। ডি এলগরকে ১৬০ রানে আউট করেন জাডেজা।তাঁদের রুখতে অশ্বিন ৭, জাডেজা ২ এবং ইশান্ত শর্মা একটি উইকেট নেন। প্রথম ইনিংসে রীতিমতো ওয়াশ আউট করে দিল ভারতীয় দল। তীব্র বোলিংয়ে নড়বড়ে হয়ে গেল সাউথ আফ্রিকার গেম স্ট্রাটেজি।