India Vs South Africa 2019, 1st Test: India Vs South Africa 2019, 1st Test: ব্যাট হাতে ২১ রান করার পর দারুণ ক্য়াচ লুফে প্রত্য়াবর্তনে নজর কাড়লেন ঋদ্ধিমান সাহা
ঋদ্ধিমান সাহা। (Photo Credits: IANS)

বিশাখপতনাম, ৩ অক্টোবর: জাতীয় দলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)-র প্রত্যাবর্তনের প্রথম দিনটা ভালই কাটল। ব্যাট হাতে ছোট্ট ঝলকের পর, দিনের একেবারে শেষে যে ক্ষিপ্রতার সঙ্গে রবীচন্দ্রন অশ্বিনের বলে থিউনিস দি ব্রুইনের ব্যাটের কানায় লেগে বলটা ক্যাচ নিলেন ঋদ্ধি তাতে বোঝা গেল বিরাট কোহলি কেন তাঁকে এই মুহূর্তে দুনিয়ার সেরা কিপার বলছেন। মায়াঙ্ক আগরওয়াল-রোহিত শর্মা চোখধাঁধানো ইনিংসের পর আজ সেভাবে কিছু করার ছিল না ঋদ্ধির। তবু ১৮ মাস জাতীয় দলে ফিরে ছোট্ট ঝলক দেখালেন শিলিগুড়ির পাপালি। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন ঋদ্ধি।

কম সময়ে যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে চালিয়ে খেলেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। এবার গ্লাভস হাতে অগ্নিপরীক্ষা ঋদ্ধির সামনে। রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার বলে ঘূর্ণ উইকেটে ফের নিজেকে প্রমাণের মঞ্চ পাচ্ছেন ঋদ্ধিমান। ঋষভ পন্থকে বাদ দিয়ে তাঁকে খেলানোর কথা ঘোষণা করে, ঋদ্ধিকে বিশ্বের সেরা উইকেটকিপার আখ্যা দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। আরও পড়ুন-কল্যাণীতে খেলতেই গেল না ইস্টবেঙ্গল, কলকাতা লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস, রানার্স মোহনবাগান

মায়াঙ্ক আগরওয়ালের ২১৫ ও রোহিত শর্মা-র ১৭৬ রানের সৌজন্য়ে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫০২ রানে ডিক্লেয়ার করে। জবাবে দিনের শেষের দিকে ব্যাট করতে নেমে নেমে ওপেনার এইডান মার্করাম-এর উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৩৮ রান। আজ বিশাখাপতনামে দিনটা পুরো ভারতের দুই ওপেনারের হয়ে থাকল। রোহিত শর্মার ঝকঝকে ১৭৬ রানের পর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মায়াঙ্ক আগরওয়াল করলেন ২১৫ রান।

ওপেনিং জুটিতে রোহিত-মায়াঙ্ক করেন ৩১৭ রান। রোহিত-মায়াঙ্কের স্মরণীয় ইনিংসের পর চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলি (২০), রাহানে (১৫), হনুমা বিহারী (১০) -রা পান পাননি। তবে জাদেজা (৩০ অপরাজিত) ভাল খেললেন।