বোর্ডে টিম দাদা। (Photo Credits: Twitter)

মুম্বই, ১৫ অক্টোবর: বিসিসিআইয়ের সিংহাসনে বসার আগে সৌরভ গাঙ্গুলির প্রথম টুইট। মনোনেয়ন জমা দেওয়ার পরেই সৌরভ জানিয়েছিলেন, তিনি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। প্রথম দিনেই সৌরভ বুঝিয়ে দিলেন, বাইশ গজের মত প্রশাসনের সর্বোচ্চ পদে থেকেও তিনি টিমের ওপরেই বেশি গুরুত্ব দেবেন। যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খানদের নিয়ে বিশ্বমানের দল গড়েছিলেন দাদা। এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসে তাঁর টিমকে নিয়ে ছবি টুইট করলেন দাদা। যে ছবিতে সৌরভের পর সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ।

সৌরভের বোর্ড সভাপতি হওয়ার পিছনে অনেকেই বিজেপি-র রাজনীতির হাতের কথা বলছেন। যা সৌরভ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সৌরভ শুধু বলছেন, এমন কিছু কাজ করতে চান যা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। আরও পড়ুন-'বিমুদ্রাকরণের যুক্তি কী, বুঝতে পারিনি' মোদি সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি

The new team at. @bcci .. hopefully we can work well .. anurag thakur thank you for seeing this through ⁦@ianuragthakurpic.twitter.com/xvZyiczcGq

২০০০ সালে সৌরভের নেতৃত্বে ধাপে ধাপে যেভাবে ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়ে বাইশ গজের দুনিয়ায় সুনাম অর্জন করেছিল। ১৯ বছর বাদে এবার প্রশাসক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে নামছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক সৌরভের মত বোর্ড সভাপতি সৌরভের কাজটাও বেশ কঠিন। দাদা এমন সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন, যে সময়টা মোটেও সহজ নয়। কুলিং অফ পিরিয়ডের জন্য বেশিদিন সভাপতি হিসাবে কাজ করতে পারবেন না। তবু সৌরভ চান যতটা সময় পাবেন, তার মধ্যেই ছাপ রাখতে চান।