সৌরভ গঙ্গোপাধ্যায়। (Photo Credits: Getty Images)

আইসিসি-র টেকনিক্যাল কমিটির ( ICC Technical Committee) পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ভারতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার অনিল কুম্বলের (Anil Kumble) স্থলাভিষিক্ত হলেন সৌরভ। এই পদে ৯ বছর পূর্ণ করেছেন কুম্বলে। সৌরভ আগে টেকনিক্যাল কমিটিতে পর্যবেক্ষক হিসেবে ছিলেন।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লাইডের স্থলাভিষিক্ত হন কুম্বলে। ২০১৬ সালে তাঁর ৩ বছর মেয়াদ বৃদ্ধি করা হয়। ২০১৯ সালেও শেষবারের মতো তাঁর মেয়াদ বাড়ে। ৯ বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে থাকার পর কুম্বলেকে এবার সরতেই হতো। সৌরভের চেয়ারম্যান হওয়া ছিল সময়ের অপেক্ষা। পর্যবেক্ষক থেকে সরাসরি চেয়ারম্যান হয়েছেন প্রিন্স অফ কলকাতা। আরও পড়ুন: Argentina Qualifies For World Cup 2022: কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা

আইসিসি টেকনিক্যাল কমিটির কাজ হল খেলার অবস্থা এবং নিয়মকানুন তত্ত্বাবধান করা।