SL vs BAN T20I Live Streaming (Photo Credit: @MuraliPod/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৬ জুলাই মুখোমুখি হবে SL বনাম BAN। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে, তাই আজকে বুধবার হবে সিরিজের নির্ণায়ক ম্যাচ। একদিকে শ্রীলঙ্কার আশা থাকবে পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka) এবং কুশল পেরেরার (Kusal Perera) উদ্বোধনী জুটির ওপর। সিরিজের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত খেলে ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে অনেক সহজেই। অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das) দ্বিতীয় ম্যাচে ছিলেন সেরা। লিটন ৫০ বল থেকে ৭৬ রান করেন, এরপর স্পিনার রিশাদ হোসেন (Rishad Hossain) ৩.২ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে ৮৩ রানে জিততে সহায়তা করেন। SL vs BAN 3rd T20I Winning Prediction: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Winning Prediction

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচ ২০২৫

শ্রীলঙ্কার স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) কামিন্ডু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানেজ, মিলান প্রিয়নাথ রথনায়কে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশা থিকসানা, এশান মালিঙ্গা, অসিথা ফার্নান্দো, আভিষ্কা ফার্নান্দো, ডুনিথ ওয়েলালাগে, দিলশান মাদুশাঙ্কা, জেফ্রি ভান্ডারসে, সাদিরা সামারবিক্রমা

বাংলাদেশের স্কোয়াডঃ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজ রহমান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, রিশাদ হোসেন, শামিম হোসেন, নাহিদ রানা।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ?

১৬ জুলাই কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে Sony Ten Sports 2 HD চ্যানেলে এবং বাংলাদেশে Nagorik TV এবং T Sports চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং Sony Liv অ্যাপে। এছাড়া বাংলাদেশে অনলাইনে দেখা যাবে Toffee অ্যাপে।