Sri Lanka White Ball Team (Photo Credit: SLC/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Winning Prediction: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৬ জুলাই মুখোমুখি হবে SL বনাম BAN। কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেই ম্যাচে লিটন দাসের (Litton Das) তৌহিদ হৃদয় (Towhid Hridoy) এবং শামিম হোসেনের (Shamim Hossain) সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ জুটি দলের স্কোর ১৭৭-এ নিয়ে যায়। এরপর রিশাদ হোসেন (Rishad Hossain), শরিফুল ইসলাম (Shoriful Islam) এবং মহম্মদ সাইফউদ্দিন (Mohammad Saifuddin) অসাধারণ বোলিং করে শ্রীলঙ্কাকে মাত্র ৯৪ রানে অলআউট করে দেয়। SL vs BAN 3rd T20I Dream11 Prediction: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচের হেড টু হেডঃ

টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ। এই ১৯টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২ বার এবং বাংলাদেশ ৭ বার জিতেছে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ বেশ ব্যালেন্সড, যা ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই উপযুক্ত। রেকর্ড বলছে প্রথমে ব্যাটিং করা দলগুলো জিতেছে বেশিরভাগ ম্যাচ। তাই টস জয়ী দল এখানে প্রথমে ব্যাটিং করতে পছন্দ করবে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৪৫-১৬৫ রান

দ্বিতীয় ইনিংস:১২০-১৩০ রান

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, তৃতীয় টি২০ ম্যাচে আমাদের Winning Prediction

শ্রীলঙ্কা এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। গত ম্যাচে হারলেও, ঘরের মাঠের বাড়তি সুবিধা তাদের এই ম্যাচে এগিয়ে দিচ্ছে। রেকর্ডও তাদের দিকেই বেশী ঝুঁকে রয়েছে। তবে বাংলাদেশ আজ যদি টসে জিতে প্রথমে ব্যাট করে তাহলে তারা কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তাদের দলে ভালো ব্যাটসম্যান আছে যারা সহজেই শ্রীলঙ্কার মোকাবিলা করতে পারবে।

Google বলছে, আজ শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা-৭১% এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা-২৯%