Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর প্রথম দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto)। আজ দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) এবং এবাদত হোসেন (Ebadot Hossain), বাদ জাকের এবং হাসান। অন্যদিকে, শ্রীলঙ্কার দলের তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) গল টেস্টে তার লাল বলের কেরিয়ারে ইতি টেনেছেন। তার বদলে শ্রীলঙ্কা দলে আজ জায়গা করেছেন সোনাল দিনুশা (Sonal Dinusha)। এছাড়া মিলন রত্নানায়কে (Milan Ratnayke) চোট পেয়েছেন তার বদলে দলে জায়গা করেছেন বিশ্ব ফার্নান্দো (Vishwa Fernando)। SL vs BAN 2nd Test Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট টস আপডেট
🪙 Shanto wins it again, Bangladesh to bat first#SLvBAN #PranPatata pic.twitter.com/o2xlWx1fIH
— bdcrictime.com (@BDCricTime) June 25, 2025
শ্রীলঙ্কার একাদশঃ পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, বিশ্ব ফার্নান্দো, প্রভাত জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো।
বাংলাদেশের একাদশঃ সাদমান ইসলাম, আনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, নাহিদ রানা।