SL vs BAN Test Series 2025 (Photo Credit: SL Cricket/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৫ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর প্রথম দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এই দুই দলের প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়। গলে আয়োজিত প্রথম টেস্টে প্রচুর রান আসে। সেখানে দুই দল মিলিয়ে চারটি সেঞ্চুরি আসে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) তার দেশের প্রথম অধিনায়ক হয়ে একটি টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন। এছাড়া সেরাটা দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। অন্যদিকে, শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) একমাত্র সেঞ্চুরি করলেও ভালো ফর্মে আছেন দীনেশ চান্দিমাল (Dinesh Chandimal) এবং কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। Sri Lanka vs Bangladesh 2nd Test Dream11 Prediction: কাল থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের Dream X1 প্রেডিকশন

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

শ্রীলঙ্কার স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়, কাসুন রজিতা, ওশাদা ফার্নান্দো, পাসিন্ডু সুরিয়াবন্দারা, সোনাল দিনুশা, ডুনিথ ওয়েলালাগে, ইসিথা বিজেসুন্দ্রা।

বাংলাদেশের স্কোয়াডঃ সাদমান ইসলাম, আনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, এবাদত হোসেন, মেহদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ?

২৫ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo)  আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে Sony Ten Sports 2 HD চ্যানেলে এবং বাংলাদেশে Nagorik TV এবং T Sports চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং Sony Liv অ্যাপে। এছাড়া বাংলাদেশে অনলাইনে দেখা যাবে Toffee অ্যাপে।