Sri Lanka vs Bangladesh 2nd Test Dream11 Prediction: : প্রথম টেস্টে রানের বন্যায় ভেসে ড্র হয়ে যাওয়ার পর, বুধবার থেকে কলম্বোয় সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্য়াচে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গলে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলের পাটা পিচ আর শ্রীলঙ্কার খারাপ বোলিংয়ের পুরো ফায়দা তুলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল। যার জবাবে শ্রীলঙ্কা করেছিল ৪৮৫। এরপর ম্যাচ জয়ের জন্য ২৯৬ রান তাড়া করতে নেমে, শ্রীলঙ্কা ৭২ রানে ৪ উইকেট থাকা অবস্থায় ম্যাচ ড্র হয়ে যায়। এবার আর ড্র নয়, জিততে মরিয়া দুই দল। শ্রীলঙ্কা চিন্তায় তাদের স্পিনারদের নিয়ে। বাংলাদেশ চাইছে বোলারদের থেকে অবিশ্বাস্য কিছুর।
এক নজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট নিয়ে কিছু গুরত্বপূর্ণ জিনিস--
টেস্টে দুই দলের মুখোমুখি হিসেব-
মোট টেস্ট: ২৭
শ্রীলঙ্কা জয়ী: ২০
বাংলাদেশ জয়ী: ১
ড্র/ফলাফল হয়নি: ৬
শ্রীলঙ্কা-বাংলাদেশ: ড্রিম ইলেভেন
উইকেটরক্ষক: লিটন দাস (বাংলাদেশ)
ব্যাটসম্যান: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা (সহ অধিনায়ক), মুশফিকুর রহমান (বাংলাদেশ), দানিশি চান্দিমাল (শ্রীলঙ্কা)
অলরাউন্ডার: নাইম হাসান (বাংলাদেশ), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)
বোলার: আসিথা ফার্নান্ডো (শ্রীলঙ্কা), প্রভাত জয়সূর্য (শ্রীলঙ্কা), তাইজুল ইসলাম (বাংলাদেশ), হাসান মেহমুদ (বাংলাদেশ)।
দুই দলের সম্ভাব্য একাদশ-
শ্রীলঙ্কা: লাহিরু উদারা, পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমল, ওশাদো ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা ( অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটকিপার), দুনিথ ওয়েলালাগে, থিরুন্দু রত্ননায়েকে, প্রভাত জয়সূর্য, আসিথা ফার্নান্ডো।
বাংলাদেশ-শাদমান ইসলাম, আনমুল হক, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার)), নাইম হাসান, জাকির আলি, তাইজুল ইসলাম, হাসান মেহমুদ, নাহিদ রান)।
কখন থেকে শুরু হবে এই টেস্ট ম্যাচ
বুধবার, ২৫ জুন ভারতীয় সময় সকাল ১০টা থেকে কলম্বোয় শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্য়াচ।
ভারতে কোথায় সরাসরি দেখা যাবে খেলাটি
টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও ফ্য়ান কোড অ্য়াপের মাধ্যমে সরাসরি খেলাটি দেখা যাবে।