Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৮ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর চতুর্থ দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) চলছে এই খেলা। গতকাল শ্রীলঙ্কার ইনিংসের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এরপর বাংলাদেশের ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে কোনও ব্যাটসম্যান ৩০+ স্কোর করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয়সুরিয়া (Prabath Jayasuriya) এবং ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva) দুটি করে উইকেট নিয়েছেন। যার ফলে বাংলাদেশ এক সেশন ব্যাটিং করেই ৬ উইকেট হারিয়েছে, এখনও তারা ৯৬ রানে পিছিয়ে। SL vs BAN 2nd Test Day 3 Scorecard: কলম্বোতে আজ পড়ল ১৪ উইকেট! শ্রীলঙ্কার বিরুদ্ধে বিপাকে বাংলাদেশ; একনজরে স্কোরকার্ড
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট
Sri Lanka Cricket wishes to inform you that entry to the 2nd Test Match between Sri Lanka and Bangladesh at the SSC Ground,
Colombo, will be open to the public free of charge.
The public can enter the stadium through Gate Nos. 03 and 04 to witness the match.
The 2nd Test Match… pic.twitter.com/IpMrGoIU7z
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 23, 2025
শ্রীলঙ্কার স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়, কাসুন রজিতা, ওশাদা ফার্নান্দো, পাসিন্ডু সুরিয়াবন্দারা, সোনাল দিনুশা, ডুনিথ ওয়েলালাগে, ইসিথা বিজেসুন্দ্রা।
বাংলাদেশের স্কোয়াডঃ সাদমান ইসলাম, আনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, এবাদত হোসেন, মেহদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
২৮ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে Sony Ten Sports 2 HD চ্যানেলে এবং বাংলাদেশে Nagorik TV এবং T Sports চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং Sony Liv অ্যাপে। এছাড়া বাংলাদেশে অনলাইনে দেখা যাবে Toffee অ্যাপে।