SL vs BAN Test Series 2025 (Photo Credit: SL Cricket/ X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team, Live Streaming: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৬ জুন আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর দ্বিতীয় দিনের ম্যাচ। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বাংলাদেশের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে তাদের সব ব্যাটসম্যান হিমশিম খেয়েছে রান করতে। একমাত্র সাদমান ইসলাম (Shadman Islam) ধৈর্যের সঙ্গে ৪৬ রান করেন। শ্রীলঙ্কার বোলাররা বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষভাগে বাংলাদেশকে আট উইকেটে ২২০ রানে আটকে রাখে। কলম্বোয় অভিষেক করা সোনাল দীনুশা (Sonal Dinusha) অ্যাঞ্জেলো ম্যাথিউজের অবসর নেওয়ার পর দলে জায়গা করেছেন। ২৪ বছর বয়সী বামহাতি স্পিনার 22 রানে দুই উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। SL vs BAN 2nd Test Day 1 Scorecard: কলম্বো টেস্টে প্রথম দিনে বাংলাদেশের পড়ল ৮ উইকেট, একনজরে স্কোরকার্ড

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

শ্রীলঙ্কার স্কোয়াডঃ পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কামিন্ডু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক) পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়, কাসুন রজিতা, ওশাদা ফার্নান্দো, পাসিন্ডু সুরিয়াবন্দারা, সোনাল দিনুশা, ডুনিথ ওয়েলালাগে, ইসিথা বিজেসুন্দ্রা।

বাংলাদেশের স্কোয়াডঃ সাদমান ইসলাম, আনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, এবাদত হোসেন, মেহদি হাসান মিরাজ।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

২৬ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo)  আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে Sony Ten Sports 2 HD চ্যানেলে এবং বাংলাদেশে Nagorik TV এবং T Sports চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং Sony Liv অ্যাপে। এছাড়া বাংলাদেশে অনলাইনে দেখা যাবে Toffee অ্যাপে।