Najmul Hossain Shanto and Mushfiqur Rahim. (Photo Credits:X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৫ জুন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে (Sinhalese Sports Club, Colombo) আয়োজিত হয়েছে SL বনাম BAN-এর প্রথম দিনের ম্যাচ। কলম্বো টেস্টে আজ শেষ সেশনে বাংলাদেশের আরও ৩ উইকেট পড়েছে। মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) দুই সেশনে ভালো খেললেও শেষ সেশনে ৭৫ বলে ৩৫ রানে আউট হয়ে যান। তাকে আউট করেন সোনাল দিনুশা (Sonal Dinusha)। এরপর মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) ৪২ বলে ৩১ রান করে আউট হন বিশ্ব ফার্নান্দোর (Vishwa Fernando) বলে। নাইম হাসান (Nayeem Hasan) ব্যাট হাতে ৫১ বলে ২৫ রান করে অসিথা ফার্নান্দোর (Asitha Fernando) বলে আউট হন। SL vs BAN 2nd Test Live Scorecard: কলম্বোতে দ্বিতীয় সেশনে ফিরল বাংলাদেশের অর্ধেক দল; একনজরে স্কোরকার্ড

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের স্কোরকার্ড

কাল সকালে ব্যাট করতে আসবেন তাইজুল ইসলাম (Taijul Islam) এবং এবাদত হোসেন (Ebadot Hossain)। তারা দুজন যথাক্রমে ৯ এবং ৫ রানে রয়েছেন। দিনের শেষে বাংলাদেশের স্কোর-২২০/৮। প্রথম টেস্ট গলে ড্র হওয়ার পর আজ দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। তাদের হয়ে আপাতত সবচেয়ে বেশী রান করেছেন সাদমান ইসলাম (Shadman Islam)। তার ৯৩ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া কেউ ৪০+ স্কোর করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো এবং সোনাল দিনুশা ২টি করে উইকেট নিয়েছেন। আগামিকাল বাংলাদেশ চাইবে ব্যাট হাতে ২৫০+ স্কোর করে শ্রীলঙ্কাকে দ্রুত আউট করা।