Najmul Hossain Shanto and Mushfiqur Rahim. (Photo Credits:X)

Sri Lanka National Cricket Team vs Bangladesh National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ২০ জুন গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium, Galle) আয়োজিত হয় SL বনাম BAN-এর চতুর্থ দিনের ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শাদমান ইসলাম (Shadman Islam) ভালো শুরু করলেও আউট হয়ে ফিরে যান। ১২৬ বলে ৭৬ রান করে মিলন রথনায়কের (Milan Priyanath Rathnayake) বলে আউট হয়ে ফিরে যান। এরপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) এবং মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ফের একটি ভালো পার্টনারশিপ গড়েন। শান্ত হাফসেঞ্চুরি (৫৬*) করেন এবং মুশফিকুর ২২ রানে অপরাজিত থাকেন। দিনের শেষে বাংলাদেশের স্কোর-১৭৭/৩, এগিয়ে ১৮৭ রানে। Nayeem Hasan 5 Wicket Haul, SL vs BAN: গল টেস্টে পাঁচ উইকেট নাইম হাসানের, সাকিবকে পেছনে ফেললেন এলিট তালিকায়

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট চতুর্থ দিন স্কোরকার্ড

এর আগে আনামুল হক (Anamul Haque) দ্বিতীয় ইনিংসেও ফের ব্যর্থ হন। মাত্র ৪ রানে আউট হয়ে ফিরে যান তিনি। তাকে আউট করেন প্রবথ জয়সুরিয়া (Prabath Jayasuriya)। এরপর মমিনুল হক (Mominul Haque) আউট হন মাত্র ১৪ রানে। তাকে আউট করেন থারিন্দু রত্নায়কে (Tharindu Ratnayake)। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ভালো শুরু হলেও নাইম হাসান (Nayeem Hasan) পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে ১০ রানের লিড ধরে রাখতে সাহায্য করেন। নাইম শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Dhananjaya de Silva)-কে আউট করেন ১৯ রানে। এরপর হাসান মাহমুদ (Hasan Mahmud) কুশল মেন্ডিসকে (Kusal Mendis) মাত্র ৫ রানে দ্রুত আউট করলেও কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) মিলন রথনায়কের (Milan Priyanath Rathnayake) সঙ্গে মিলে দলকে উদ্ধার করেন। কামিন্দুর ৮৩ রান এবং মিলনের ৩৮ রানের সুবাদে ৩৮৬/৬ থেকে তারা লাঞ্চের আগে স্কোর ৪৬৫/৬ রানে নিয়ে যায়। এরপর নাইম দ্রুত উইকেট নিয়ে তাদের ৪৮৫ রানে অলআউট করে দেন।