এই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বহু ফরম্যাটের সফরে আফগানিস্তানকে আতিথ্য দেবে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ২ থেকে ৬ ফেব্রুয়ারি কলম্বো এসএসসিতে অনুষ্ঠিত হবে। কলম্বোয় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য তিনজন আনক্যাপড ক্রিকেটারকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। নতুন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার (Dhananjaya de Silva) সহ-অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। দিমুথ করুনারত্নের (Dimuth Karunaratne) কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে এটাই ধনঞ্জয়া ডি সিলভার এটি প্রথম অ্যাসাইনমেন্ট। দলে রয়েছে দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) ও দিনেশ চান্দিমালের (Dinesh Chandimal) মতো অভিজ্ঞ নাম। টেস্ট পর্যায়ে লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা এবং মিলান রথনায়েকে এই তিন আনক্যাপড খেলোয়াড় দলে জায়গা করে নিয়েছেন। যেখানে উদারা উইকেটকিপার-ব্যাটসম্যান, গুনাসেকারা ও রত্নায়েকে পেসার। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন কাসুন রাজিথা, রমেশ মেন্ডিস ও প্রভাত জয়সুরিয়া। AFG Squad, SL vs AFG: শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টে আফগান দলে নেই রাশিদ, নেতৃত্বে হাসমতুল্লাহ শাহিদি
শ্রীলঙ্কা টেস্ট দলঃ ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুষ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, অসীথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, কামিন্ডু মেন্ডিস, প্রভাথ জয়সুরিয়া, লাহিরু উদারা, চামিকা গুনাসেকারা, মিলন রথনায়কে।
দেখুন পোস্ট
Dhananjaya de Silva's first assignment as Sri Lanka Test captain starts on February 6 🇱🇰 pic.twitter.com/4dY1HBraO2
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 31, 2024