AFG vs WI (Photo Credit: Windies Cricket/ X)

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। পিঠের অস্ত্রোপচারের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না আফগানিস্তানের সিনিয়র স্পিনার রাশিদ খান (Rashid Khan)। পাঁচ বছর আগে একমাত্র টেস্ট খেলা কায়েস আহমেদকে (Qais Ahmed) রাশিদের জায়গায় দলে নেওয়া হয়েছে। এছাড়া দলে ডাক পেয়েছেন চারজন আনক্যাপড খেলোয়াড়-নূর আলী জাদরান (Noor Ali Zadran), জিয়া-উর-রেহমান (Zia-ur-Rehman), মহম্মদ ইসহাক (Mohammad Ishaq) ও নাভিদ জাদরান (Naveed Zadran)। মুজিব উর রহমান ও ইব্রাহিম জাদরানের মতো নূর আলী ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা চারজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের টেস্ট অভিষেক এখনও হয়নি। তবে, ২০০৯ সালে আফগানিস্তানের প্রথম ওয়ানডেতে অভিষেক ঘটে তার। আফগানিস্তান সর্বশেষ টেস্ট খেলে ২০২৩ সালের জুনে, যখন তারা বাংলাদেশের কাছে বিশাল ব্যবধানে হারে। ICC U19 World Cup, Super Six Live Streaming:আজকের সুপার সিক্স, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

আফগানিস্তান টেস্ট দলঃ হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নূর আলি জাদরান, রহমত শাহ (সহ-অধিনায়ক), বাহর শাহ, নাসির জামাল, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ ইসহাক (উইকেটরক্ষক), কায়েস আহমেদ, জিয়া-উর-রহমান, জাহির খান, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ, মহম্মদ সেলিম ও নাভিদ জাদরান।

দেখুন পোস্ট