Sri Lanka White Ball Team (Photo Credit: SLC/ X)

SL Squad, Asia Cup 2025: শ্রীলঙ্কা আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। জিম্বাবয়ে সিরিজে চোটের কারণে বিশ্রামে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) এই এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন। তবে দেখতে হবে যে এই অলরাউন্ডার গ্রুপ পর্বের জন্য ফিট কিনা। হয়তো চোটের কারণে টুর্নামেন্টের সুপার ফোরে খেলবেন তিনি। সবটাই নির্ভর করবে শ্রীলঙ্কা কেমন খেলছে তার ওপর। চামিকা করুণারত্নে (Chamika Karunaratne), কামিল মিশারা (Kamil Mishara), এবং নুওয়ানিন্দু ফার্নান্দো (Nuwanidu Fernando) মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বোলিংয়ে থাকছেন দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera), নুয়ান তুষারা (Nuwan Thushara) এবং মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। হাসারাঙ্গা ছাড়াও নজর থাকবে বিনুরা ফার্নান্দোর (Binura Fernando) ওপর। SL Squad, ZIM vs SL: এশিয়া কাপের আগে জিম্বাবয়ের বিপক্ষে টি২০ দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ২০২২ সালে শেষ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জেতে। দুবাইয়ে আয়োজিত সেই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারায় তারা। এবার শিরোপা রক্ষার লড়াইয়ে লঙ্কান লায়ন্স মার্কি টুর্নামেন্টের গ্রুপ বি-তে রয়েছে। তাদের গ্রুপেই রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। এবার তাই যোগ্যতার লড়াই ফের কঠিন হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কার এশিয়া কাপ ২০২৫ স্কোয়াডঃ

চরিথ আসালঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা, কামিন্ডু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুওয়ানিডু ফার্নান্দো, ডুনিথ ওয়েলালেজ, চামিকা করুণারত্নে, মহেশ থিক্ষানা, মাথিশা পাথিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো।