SL Squad, ZIM vs SL: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল জিম্বাবয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য তাঁদের চূড়ান্ত ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এটিই এশিয়া কাপের (Asia Cup) জন্য তাঁদের সম্ভাব্য স্কোয়াড হতে চলেছে। শ্রীলঙ্কা বর্তমানে জিম্বাবয়েতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের সফরে রয়েছে। আগামীকাল, ২৯শে আগস্ট আয়োজিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। এশিয়া কাপের পর তাদের তিন ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে হারলেও শ্রীলঙ্কার স্কোয়াডে কোনও চমক নেই। এই দলে নেই তাদের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। তাঁকে জিম্বাবয়ের ওয়ানডে সিরিজ থেকেও দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি এশিয়া কাপে অংশগ্রহণ করবেন কিনা সেটা নিশ্চিত নয়। এছাড়া নুয়ানিদু ফার্নান্দো (Nuwanidu Fernando) আভিশকা ফার্নান্দোর (Avishka Fernando) জায়গায় এসেছেন। দীনেশ চান্দিমালও (Dinesh Chandimal) বাদ পড়েছেন, এবং পরিবর্তে এসেছেন কামিল মিশারা (Kamil Mishara)। SL Squad, ZIM vs SL: জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার, চোটে বাদ হাসরাঙ্গা
জিম্বাবয়ের বিপক্ষে টি২০ দল ঘোষণা শ্রীলঙ্কার
Sri Lanka T20I Squad for Zimbabwe Tour🏏
The Sri Lanka Cricket Selection Panel has named the following squad for the T20I series against Zimbabwe#SLvZIM #SriLankaCricket pic.twitter.com/34QCCikZP7
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) August 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)