বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য ব্যাটিং-বোলিং ওয়ান ডে-র সেরা দশের মধ্যে ভারতের তারকারা সবচেয়ে বেশি ছাপ ফেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাঙ্কিং-এ পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam) টপকে এক নম্বরে উঠে এসেছেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill)। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতের অভিযানে গিল বাবরকে সরিয়ে শীর্ষে উঠে আসেন এবং সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পরে দেশের চতুর্থ খেলোয়াড় হন যিনি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে স্থান পেয়েছেন। এই তালিকায় আর রয়েছেন এমএস ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli)। গত এক সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেছেন গিল। ICC CWC 2023 Points Table: বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা অস্ট্রেলিয়ার, শেষ স্থানের লড়াইয়ে কারা; জানুন সম্পূর্ণ তালিকা
ICC poster for Shubman Gill & Mohammed Siraj.
- Indian cricket is ruling. 🔥 pic.twitter.com/LIUes5mXry
— Johns. (@CricCrazyJohns) November 8, 2023
গিল তাঁর সংক্ষিপ্ত কেরিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন। বিশ্বকাপে আট ইনিংসে বাবরের সংগ্রহ ২৮২ রান এবং গিলের থেকে ছয় রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি এখন চতুর্থ স্থানে রয়েছেন এবং বিশ্বকাপে ১০ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
দুই ধাপ উন্নতি করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারের মুকুট পুনরুদ্ধার করেছেন সিরাজ, সতীর্থ কুলদীপ যাদব (Kuldeep Yadav) তিন ধাপ এগিয়ে চতুর্থ, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তিন ধাপ এগিয়ে অষ্টম এবং মহম্মদ শামি (Mohammed Shami) সাত ধাপ এগিয়ে দশম স্থানে এসে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। চোটের কারণে বিশ্বকাপের শুরুতেই ছিটকে গেলেও অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan), মঙ্গলবার মুম্বইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পর দুই ধাপ উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।