Shreyas Injury Update (Photo Credit: X@BCCI)

সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে শ্রেয়াস আইয়ারের, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে। তার পর থেকে আইসিইউ-তেই রয়েছেন তিনি। ভারতীয় বোর্ড সূত্রে জানা যায় ক্যারের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর মাঠে কিছু ক্ষণ চিকিৎসা হয়েছিল শ্রেয়সের। তার পর হেঁটেই সাজঘরে ফেরেন শ্রেয়স। কিন্তু তার পরে তাঁর শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। ফলে বোর্ডের মেডিক্যাল দল কোনও ঝুঁকি নেয়নি। সেই সূত্র বলেছে, “দলের চিকিৎসক ও ফিজিয়ো সময় নষ্ট করতে চাননি। শ্রেয়সকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেরি হলে ঝুঁকি বাড়ত। খুব বাজে জায়গায় ওর লেগেছে। তবে চোটের জায়গা থেকে রক্তক্ষণ হওয়ায় ওর সুস্থ হতে সময় লাগবে। কবে ও মাঠে ফিরতে পারবে তা এখনই বলা অসম্ভব।”

ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার

সিডনির তৃতীয় ওয়ানডে’তে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স আইয়ার। হর্ষিত রানার ওভারে তুলে মারতে যান অ্যালেক্স ক্যারি। শর্ট থার্ডম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা শ্রেয়স পিছনের দিকে দৌড়ে দুর্দান্তভাবে তালুবন্দি করেন। তবে ক্যাচ সম্পন্ন করতে গিয়ে কোমর আছড়ে বেকায়দায় পড়েও যান ৩০ বছরের এই ক্রিকেটার।বোর্ড সূত্রের খবর , “আপাতত শ্রেয়স আইসিইউ-তেই থাকবে। দুই থেকে সাত দিন পর্যন্ত ওকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোনও ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সে দিকে নজর রাখা হচ্ছে।”