Sanju Samson to Leave RR? রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন যে তিনি আসন্ন আইপিএল ২০২৬ (IPL 2026) এর নিলামের আগে দল ছাড়তে চান। ESPNcricinfo-এর রিপোর্ট অনুসারে, স্যামসন আইপিএল ২০২৫ শেষ হওয়ার পরপরই আরআর (RR) ম্যানেজমেন্টকে তার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন। আরআর ২০২৫ সালের জুনে একটি মিটিং করেছে তবে এখনও স্যামসনকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাকে দলে রাখার নানা চেষ্টা করা হচ্ছে বলেও সেই রিপোর্টে দাবি করা হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির প্রধান মালিক মনোজ বাজেলে (Manoj Badale) এই বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করেন নি। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আরআর হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে নেবেন বলে মনে করা হচ্ছে। India Probable Asia Cup Squad: এশিয়া কাপে খেলতে পারেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল; অনিশ্চিত জসপ্রীত বুমরাহ
রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসন
🚨 REPORTS 🚨
Sanju Samson has informed Rajasthan Royals that he wants to be released ahead of the upcoming auction for IPL 2026. 🏏
The franchise has not yet given him a definitive answer.#Cricket #SanjuSamson #RR #IPL2025 pic.twitter.com/uCYMT1YNNn
— Sportskeeda (@Sportskeeda) August 7, 2025
যদি রাজস্থান স্যামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা হয়তো তাকে অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেড করবে অথবা সরাসরি নিলামের জন্যই ছেড়ে দেবেন।আইপিএল চুক্তির অনুযায়ী, এমন ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির হাতে থাকে। এক্ষেত্রে ট্রেড করলে তার বদলে অন্য এক খেলোয়াড়কে দলে সহজেই নিতে পারবে তারা। ৩০ বছর বয়সী স্যামসন প্রথমবার ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত তিনটি মরসুম আরআর এর হয়ে খেলেন। এরপর দুই বছরের জন্য দিল্লি ডেয়ারডেভিল্সে থাকার পর ২০১৮ সালে আবার রাজস্থানে ফিরে আসেন। এরপর ২০২১ সালে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালে রাজস্থানকে স্যামসন আইপিএল ফাইনালে নিয়ে যান। ভালো খেলোয়াড় নিয়ে তারা এমনিতেই বেশ সমস্যায় রয়েছে। ২০২২ সালের অরেঞ্জ এবং পার্পল ক্যাপ বিজেতা রাজস্থানের দুই মূল খেলোয়াড় জস বাটলার (Jos Buttler) এবং যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)-কে ২০২৫ সালের মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয়।