মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্যামসনকে আচরণবিধির ২.৮ অনুচ্ছেদের অধীনে লেভেল ১ অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রকাশ করলে এই শাস্তি দেওয়া হয়। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন। ৪৬ বলে ৮৬ রান করে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করা স্যামসন ২২২ রান তাড়া করতে নেমে ১৬তম ওভারে আউট হন মুকেশ কুমারের বলে, সেইসময় লং-অনে থাকা শাই হোপের হাতে ক্যাচ দেন তিনি। হোপ ক্যাচটি যখন ধরেন তখন তিনি অল্পের জন্য হোঁচট খান। তার পা বাউন্ডারি কুশন স্পর্শ করেছিল কিনা তা নিশ্চিত না হয়ে অন-ফিল্ড আম্পায়াররা টিভি আম্পায়ার মাইকেল গফকে সিদ্ধান্ত নিতে বলেন এবং তিনি বলেন যে হোপ পরিষ্কারভাবে ক্যাচটি নিয়েছেন। Shakib Angry on Fan: ফের ভক্তের ওপর রাগলেন সাকিব, ঘাড় ধরে বার করলেন মাঠ থেকে; দেখুন ভিডিও
দেখুন বিতর্কিত আউট
Game of margins! 😮
A splendid catch that raises the 𝙃𝙊𝙋𝙀 for the Delhi Capitals 🙌
Sanju Samson departs after an excellent 86(46) 👏
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #DCvRR pic.twitter.com/rhLhfBmyEZ— IndianPremierLeague (@IPL) May 7, 2024
এরপর মাঠ ছাড়ার আগে অনফিল্ড আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন ও উলহাস গান্ধের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন স্যামসন। আউটটি ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কারণ তাকে আউট করার আগে তাদের ২৭ বলে ৬০ রান দরকার ছিল। এরপর দিল্লি ২০ রানে ম্যাচ জিতে যায়। আরআরের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা তৃতীয় আম্পায়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন একটি কঠিন সিদ্ধান্তের জন্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা রিপ্লে ও অ্যাঙ্গেলের ওপর নির্ভর করে এবং কখনো কখনো আপনি মনে করেন পা ঠেকেছে। কিন্তু থার্ড আম্পায়ারের পক্ষে এটা বিচার করা কঠিন। খেলাটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল, ক্রিকেটে তাই হয়। এ বিষয়ে আমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। দিনের শেষে আম্পায়াররা যা করেছেন, সেদিক থেকে আপনাকে সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে। এ বিষয়ে আমাদের অন্য কোনো মতামত থাকলে আমরা আম্পায়ারের সঙ্গে শেয়ার করব এবং সমাধান করব। কিন্তু সেই আউট যাই হোক না কেন।'