বাবর আজমের (Babar Azam) অধিনায়কত্বকে ভুলভাবে পরিচালনা করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) সমালোচনা করেছেন সালমান বাট (Salman Butt)। বাবর গত এক বছরে পাকিস্তানের পারফরম্যান্সের জন্য এককথায় স্ক্যানারের তলায় রয়েছেন। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয় মেন ইন গ্রিন। সেই টুর্নামেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। বাবর তাদের হতাশাজনক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অভিযানে পাকিস্তানের অধিনায়ক ছিলেন, যেখানে তারা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। এই কারণে পিসিবি প্রসঙ্গে সালমান বলেন, 'বাবর আজমের কথাই ধরা যাক। তিনি কোনও ন্যাচারাল লিডার নন, তবে আপনারা টিভিতে তাকে অপমান করা দু'জনকে (মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম) বেছে নিয়ে তার জীবনকে আরও কঠিন করে তুলেছেন। আপনারা অধিনায়ক পরিবর্তন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবরকে ফিরিয়ে এনেছেন। আপনারা দলের মধ্যে সমস্যা তৈরি করছেন।' Waqar Younis as PCB Chairman Advisor: পাকিস্তান ক্রিকেটে ক্ষমতার পরিবর্তন, পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা ওয়াকার ইউনুস
আমির ও ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেও পিসিবি তাদের টি-২০ বিশ্বকাপ খেলার আর্জি জানালে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত উইকেট নিয়েছেন আমির। ব্যাট হাতে ইমাদের গড় ছিল ১০। এদিকে, ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা নিয়েও পিসিবির সমালোচনা করেন বাট। এই প্রসঙ্গে তিনি বলেন, 'বাবরকে এমন দুজন লোক পরিচালনা করছিল যারা সারা জীবন নিজেদের সামলাতে পারেনি। আপনারা বাবরের প্রতি অন্যায় করেছেন। সে ভালো অধিনায়ক নয়, কিন্তু আপনরা তাকে আদর্শ দলও দেননি।' প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয় ওয়াহাব ও রাজ্জাককে।