সচিন তেন্ডুলকর (Photo Credits: @sachin_rt/Twitter)

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র। ক্যারিয়ার একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। সাফল্য তাঁর কাছে এসে ধরা দিয়েছে। তবে সাফল্য ছাড়াও সচিনের আরেকদিক হচ্ছে তিনি মাটির মানুষ। একেবারেই মাটিতে পা রেখে চলতে তিনি ভালোবাসেন। নিজের মূল কখনও ভোলেন না। আজ গুরু পূর্ণিমায় (Guru Purnima) সেই জন্য তিনি তিনজন ব্যক্তিকে স্মরণ করলেন। তাঁদের শ্রদ্ধা জানালেন। তাঁর সচিন থেকে লিটল মাস্টার হয়ে ওঠার পিছনে যাঁদের অবদান ভোলার নয়।

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সচিন। তাতেই তিনি ওই তিনজনকে শ্রদ্ধা জানিয়েছেন। সচিন জানিয়েছেন, তাঁর দাদা অজিত তেন্ডুলকর (Ajit Tendulkar), শৈশবের কোচ রমাকান্ত আচরেকার (Ramakant Achrekar) ও বাবা রমেশ তেন্ডুলকরকে (Ramesh Tendulkar) শ্রদ্ধা জানান। আরও পড়ুন: Kolkata: অস্থায়ী কর্মী করোনা আক্রান্ত, ৭ দিন বন্ধ থাকবে CAB

সচিন বলেন, "আমি যখনই ক্রিকেট ব্যাট তুলি তখন আমি এমন তিন ব্যক্তির কথা ভাবি যাঁরা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং আমাকে আজকের আমি করে তুলেছেন।"