Cricket Association Of Bengal (Photo: Twitter)

কলকাতা, ৫ জুলাই: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অস্থায়ী কর্মী করোনা (Coronavirus) আক্রান্ত। সেই কারণে আগামী সাত দিন সিএবি (Cricket Association Of Bengal ) বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চুক্তি ভিত্তিতে কাজ করা ওই কর্মীর নাম চন্দন দাস। তিনি চার্নক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিএবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত চন্দন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চার্নক হাসপাতালে ভর্তি রয়েছেন।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে চন্দন দাস এক সপ্তাহ ধরে অফিসে আসেননি। সিএবি কর্তারা মেডিকেল কমিটির বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ নিয়ে আগামী সাত দিনের জন্য অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত কর্মচারীকে অফিস আসতে বারণ করা হয়েছে। আরও পড়ুন: Indian Open 2020 Golf Tournament Cancelled: করোনার কারণে বাতিল ইন্ডিয়ান ওপেন গল্ফ টুর্নামেন্ট

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, ‘‘গত শুক্রবার কাজে এসেছিলেন উনি। আজ পর্যন্ত ধরা হলে আট দিন আগে। চিকিৎসকদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সাত দিন অফিস বন্ধ রাখার।’’ যোগ করেন, ‘‘যদিও প্রত্যেক দিন স্বাস্থ্যবিধি মেনেই অফিস স্যানিটাইজ় করা হচ্ছে। কর্মীদেরও প্রত্যেক দিন আসতে হচ্ছে না। তবুও অ্যাকাউন্টস বিভাগ চালু রাখতেই হয়েছিল। আগামী সাত দিন সব বন্ধ থাকবে।’’