Sachin Tendulkar (Photo Credit: JioCinema/ X)

Sachin Tendulkar on BCCI President Post: ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের ভূমিকায় আসছেন না। গুজবের অবসান ঘটিয়ে তেন্ডুলকরের ম্যানেজমেন্ট SRT Sports Management Pvt Ltd-এর তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে যে কিছু রিপোর্টে গুজব ছড়ানো হচ্ছে যে সচিন তেন্ডুলকরকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদে বিবেচিত বা মনোনীত করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এরকম কোনও ঘটনা ঘটেনি।' বিসিসিআই আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট, উপ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব এবং ট্রেজারারের পদগুলোর জন্য নির্বাচন করবে। সভাপতি এবং সচিবসহ প্রধান ভূমিকাগুলোর জন্য নাম নিয়ে আলোচনা করতে AGM-এর আগে একটি মিটিং আয়োজিত হবে। Sachin Tendulkar: বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সচিন তেন্ডুলকর, রিপোর্ট নিয়ে জল্পনা তুঙ্গে

বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসছেন না সচিন তেন্ডুলকর

যদিও তেন্ডুলকার নিজে জনসমক্ষে কিছু বলেননি, তার টিম মিডিয়া আউটলেটকে এই ধরনের গুজবে গুরুত্ব না দেওয়ার জন্য অনুরোধ করেছে। এই খবর ভারতীয় ক্রিকেট প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, যেখানে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (AGM) এবং বোর্ডের নির্বাচন বেশি দূরে নেই। রাজ্য সংস্থাগুলোর প্রতিনিধিদের মনোনয়ন দেওয়ার জন্য জমা দেওয়ার শেষ সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর। যেখানে সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষের ভূমিকায় কোনও পরিবর্তন হবে না বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে দেবজিত সাইকিয়া (Devajit Saikia), রোহান গাউনস দেশাই (Rohan Gauns Dessai) এবং প্রভতেজ সিং ভাটির (Prabhtej Singh Bhati) তাদের পদ ধরে রাখার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রেসিডেন্ট এবং উপ-সভাপতির দিকেই থাকবে নজর। বর্তমান উপ-সভাপতি রাজীব শুক্লার (Rajeev Shukla) কিছু না কিছুভাবে জড়িত থাকার আশা করা হচ্ছে, যদিও তার সঠিক ভূমিকা এখনও অস্পষ্ট। দেখা দরকার শুক্লা সভাপতি পদের জন্য আবেদন করেন কিনা অথবা উপ সভাপতির পদ ধরে রাখেন কিনা।