বিসিসিআইয়ের (BCCI) পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। রজার বিনির বয়স ৭০ হয়েছে। ফলে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়েছেন। রজার বিনির পরিবর্তে এবার সচিন তেন্ডুলকর বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন। রজার বিনির পরে এবার সচিন তেন্ডুলকরকে বোর্ডের নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হতে পারে বলে খবর।
এই মুহূর্তে রাজীব শুল্ক অ্যাকটিং প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হিসেবে কাজ করছেন। ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআইয়ের কার্যভার সামলাচ্ছেন। আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের পরবর্তী বৈঠক মুম্বইতে হবে। আর সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। ওই জেনারেল বডির বৈঠকেই সচিন তেন্ডুলকরের নাম বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে যে সিদ্ধান্তই হোক না কেন, তা ২৮ সেপ্টেম্বরের পরই গ্রহণ করা হবে বলে সূত্রের তরফে মিলছে খবর।
এবার সচিন তেন্ডুলকর হতে পারেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট...
Sachin Tendulkar to Be Next BCCI President? Reports Hint At Master Blaster Being Frontrunner for Vacant Position After Roger Binny's Exit#SachinTendulkar #Tendulkar #BCCI #BCCIPresident https://t.co/FsxTfQ4zOw
— LatestLY (@latestly) September 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)