South Africa National Cricket Team vs Sri Lanka National Cricket Team, 1st Test: শনিবার ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে প্রোটিয়ারা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পরাজিত করে দ্বিতীয় স্থানে পৌঁছেছে, তাদের পয়েন্ট শতাংশ ৫৪.১৭ থেকে বেড়ে ৫৯.২৫ হয়েছে। আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট বাকি আছে দক্ষিণ আফ্রিকার। এই টেস্টে টসে জিতে শ্রীলঙ্কার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭০ রানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ১৯১ রান করতে সক্ষম হয়। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো এবং লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বাকি দুটি করে উইকেট পান বিশ্ব ফার্নান্দো এবং প্রবথ জয়সুরিয়া। BAN W vs IRE W 2nd ODI Scorecard: ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট স্কোরকার্ড
South Africa dominate to beat Sri Lanka for the first time in Tests in Durban!
🔗 https://t.co/D7R6x3zOax | #SAvSL pic.twitter.com/VJGbFcaBDX
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 30, 2024
এরপর ব্যাট করতে নেমে মাত্র ১৩.৫ ওভারে ৭৫ মিনিটের খেলায় শ্রীলঙ্কাকে পুরোপুরি ধ্বংস করে দেন মার্কো জ্যানসেন। বাঁ-হাতি এই পেসারের ৭ উইকেটের সুবাদে শ্রীলঙ্কা মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায়। নিজদের সর্বনিম্ন টেস্ট রানের সঙ্গে মনোবলও পুরোপুরি ভেঙে যায় শ্রীলঙ্কার। এরপর দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার ব্যাট থেকেও রান আসে সহজভাবে। শ্রীলঙ্কার বোলাররা ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ৮৯ রান করে দিলে ফের ব্যাট হাতে রুখে দাঁড়ান অধিনায়ক বাভুমা। তার সঙ্গে যোগ দেন তরুণ তারকা ট্রিস্টান স্টাবস। দুজনের জোড়া শতকে দক্ষিণ আফ্রিকার ৩০০ রান সহজেই পার করে। শেষ পর্যন্ত স্টাবস (১২২) এবং বাভুমা (১১৩) আউট হলে ইনিংস ৩৬৬ রানে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (৫৯) এবং দীনেশ চান্দিমাল (৮৩) রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও পরাজয় আটকাতে পারেননি। জ্যানসেন এই ইনিংসেও ৪ উইকেট নেন।