Bangladesh Women National Cricket Team vs Ireland Women National Cricket Team, 2nd ODI Scorecard: বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়। আজ, ৩০ নভেম্বর ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজের নিয়ন্ত্রণ নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ মহিলা দল। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যামি হান্টার। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যামি হান্টার ৬৮ রানের দুর্দান্ত হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন সুলতানা খাতুন। সুলতানা খাতুন ছাড়াও একটি করে উইকেট পান নাহিদা আখতার ও স্বর্ণা আখতার। BAN W vs IRE W 1st ODI Scorecard: আইরিশদের ১৫৪ রানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের মহিলা দলের
বাংলাদেশ মহিলা বনাম আয়ারল্যান্ড মহিলা দ্বিতীয় ওয়ানডে স্কোরকার্ড
Bangladesh Women vs Ireland Women | 2nd ODI
Match Result | Bangladesh won by 5 Wickets & Win the Series 2-0 (3) 🇧🇩 👏
Match Details 👉: https://t.co/SxCaOp9vjT#BCB #BANWvIREW #HomeSeries #odiseries #womenscricket pic.twitter.com/f8Dd1TAKhe
— Bangladesh Cricket (@BCBtigers) November 30, 2024
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয় বাংলাদেশের। মাত্র ১৫ রানে প্রথম বড় ধাক্কা পায় দলটি। তবে অবশেষে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার ফারজানা হক। তবে ফারজানা হক ছাড়াও ৪৩ রান করেন শারমিন আখতার। আয়ারল্যান্ড দলকে প্রথম বড় সাফল্য এনে দেন ওরলা প্রেন্ডারগাস্ট। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন লরা ডেলানি। তবে লরা ডেলানি ছাড়াও একটি করে উইকেট নেন আরলিন কেলি, ওরলা প্রেন্ডারগাস্ট ও আভা ক্যানিং। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।